বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:১১

হজ পালন করতে গিয়ে গ্রেপ্তার ১৭ হাজার

হজ পালন করতে গিয়ে গ্রেপ্তার ১৭ হাজার

শীর্ষবিন্দু নিউজ, মক্কা / ২৭৩
প্রকাশ কাল: রবিবার, ২ জুলাই, ২০২৩

সৌদি আরবে এ বছর হজ পালন করতে গিয়ে অন্তত ১৭ হাজার মুসল্লি গ্রেপ্তার হয়েছেন।

আবাসিক আইন ভঙ্গ এবং সীমান্ত নিরাপত্তা আইন না মানার মতো বেশ কিছু অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া কেউ কেউ ভুয়া হজ ক্যাম্প পরিচালনা করেও ধরা পড়েছেন।

গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে জানানো হয়, গত ৩০শে জুন পর্যন্ত এই গ্রেপ্তার অভিযান চলে। সৌদিয়া রবের জন নিরাপত্তা পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মাদ আল বাসামি বলেন, অবৈধভাবে হজ করতে আসা ১৭ হাজার ৬১৫ জন মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে আবাসিক আইন ভঙ্গ, সীমান্ত নিরাপত্তা আইন না মানায় ৯ হাজার ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ভুয়া হজ ক্যাম্প পরিচালনা করায় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, ২ লাখেরও বেশি মানুষকে মক্কা সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে। কারণ হজ করার জন্য তাদের কোনো অনুমিতপত্র ছিল না। এছাড়া লাইসেন্স না থাকা ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি গাড়ি মক্কায় প্রবেশ করতে দেয়া হয়নি।

এছাড়া হাজিদের বহন করা ৩৩ জন গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। এসব চালকদের হজের জন্য কোনো অনুমতি ছিল না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2023