বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৫

জাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরে, ডিসেম্বরে হতে পারে ভোট

জাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরে, ডিসেম্বরে হতে পারে ভোট

শীর্ষবিন্দু নিউজ, ঢাকা / ১২৮
প্রকাশ কাল: রবিবার, ৩০ জুলাই, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী অক্টোবরে ও ডিসেম্বরের শেষের দিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে যুক্তরাষ্ট্র ও চীনসহ চার দেশের নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের বৈঠক হয়।

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে না।

তিনি বলেন, এটি তো আমাদের রোডম্যাপে বলে দেওয়াই আছে যে, ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তফসিল আজকে করলাম না কালকে করলাম ওইটা তো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ নির্বাচনটা কবে হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2023