লন্ডনস্থ আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ইকরা ইন্টারন্যাশনাল এর উদ্যোগে পূর্ব লন্ডনের এক রেস্তোরাঁয় ‘ভলোন্টিয়ার এন্ড ওয়েলউইশার রিকগনিশন’ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত মঙ্গলবার ২৫ জুলাই ব্রিটিশ বাংলাদেশীদের পরিচালিত এ চ্যারিটির উক্ত সমাবেশ কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াতকরেন ইকরার ইয়াং ভলান্টিয়ার জাকি আহমেদ। ইকরা সেক্রেটারি মুহাম্মদ বদরুজ্জামান ও ট্রাস্টি মুহাম্মদ আবদুল লতিফের পরিচালনায় এ অনুষ্ঠানের সভাপতি করেন ইকরা ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মাসউদ আহমেদ।
বিপুল সংখ্যক উপস্থিতির মধ্যে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির মাননীয় উপদেষ্টা মোখলেছুর রহমান চৌধুরী, দাওয়াতুল ইসলামের সাবেক আমীর হাসান মুঈন উদ্দিন, ব্রিটেনের প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা আবদুল কাদির সালেহ, ইকরার সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, বাংলাদেশ বিমানের সাবেক ইঞ্জিনিয়ার মুগনী চৌধুরী, মরীয়ম সেন্টার ইনচার্জ সুফিয়া আলম, ইকরার ‘টপ ফান্ড রেইজার ২০২৩’ সাজেদা আহমেদ, কমিউনিটি অর্গানাইজার ও টেলকো সিটিজেনস আফসানা সালিক।
৫০ জনের বেশি স্বেচ্ছাসেবককে পুরস্কৃত করা হয়। স্বেচ্ছাসেবকদের মধ্যে ছিলেন- মহিলা ভলোন্টিয়ার কর্তৃক বোট রেইসে [নৌকা দৌড়] অংশগ্রহণ এবং ২২ হাজার পাউন্ডের বেশি চ্যারিটি মানি সংগ্রহ ছাড়াও বিভিন্ন সময়ে ইকরার ফান্ড রেইজ ও বিভিন্ন সেবা মুলক কর্মকাণ্ডে নিয়োজিত থেকে সহযোগিতা এবং অংশগ্রহণের জন্য কমিউনিটি ব্যক্তিবর্গকেও সার্টিফিকেট ও অন্যান্য উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।
পুরুষদের হাতে উপহার সামগ্রী তুলে দেন- ইকরার চেয়ারম্যান, ট্রাস্টিসহ অন্যান্য অতিথিরা আর মহিলাদের হাতে উপহার তুলে দেন ইকরার ট্রেজারার রোকেয়া খাতুন সহ আগত মহিলা অতিথিরা
নাশিদ পরিবেশন করেন- মতিউর রহমান খালেদ এবং শিশু শিল্পী মানহা মাহবুব। উক্ত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন- ইকরার ট্রাস্টি মাওলানা শাহ রেদওয়ানুর রহমান। রাতের খাবার পারিবেশনের মাধ্যমে প্রগ্রামের সমাপ্তি হয়।
Leave a Reply