বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১

যুক্তরাজ্যে ড্রোনের মাধ্যমে প্রথম ডাকসেবা

যুক্তরাজ্যে ড্রোনের মাধ্যমে প্রথম ডাকসেবা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন / ১২৯
প্রকাশ কাল: সোমবার, ৭ আগস্ট, ২০২৩

ডাক পরিষেবাকে আরও সহজ করতে যুক্তরাজ্য নিল নতুন উদ্যোগ। এবার ড্রোনের মাধ্যমে পরিচালিত হবে ডাকসেবা।

অর্কনি স্কটিশ দ্বীপপুঞ্জে মঙ্গলবার থেকে এ ভিন্নধর্মী ব্যবস্থা শুরু করা হয়। ব্যতিক্রমী এ পরিষেবা চালু করেছে রয়্যাল মেল নামক একটি কোম্পানি।

প্রথমত, চিঠি এবং যাবতীয় কাগজ রয়াল মেলের কির্কওয়াল অফিস থেকে স্ট্রোমনেস শহরে পরিবহণ করা হয়। পরে সেখান থেকে ড্রোন ডেলিভারি কোম্পানিগুলো সেগুলোকে যথাস্থানে পৌঁছে দেয়।

অর্কনি ও শেটল্যান্ডের এমপি অ্যালিস্টার কারমাইকেল বলেন, এটি সর্বজনীন পরিষেবা বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে দ্বীপাঞ্চলগুলোতে যেখানে পৌঁছানো আরও কঠিন। সেখানে আমাদের এ সেবার সুযোগ করে দেওয়া উচিত।

ইতোমধ্যেই কোম্পানিটি নিজেদের এই পরিষেবা কিভাবে উন্নত করা যায় তা নিয়ে ভাবছে। কেননা ভৌগোলিক অবস্থান চিহ্নিতকরণে বা দুর্যোগপূর্ণ আবহওয়ায় কিভাবে এ পরিষেবা চালু রাখা যায়-তাই এখন ভাববার বিষয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2023