বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভূটানে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোমবার ১৪ আগস্ট রাত ৮ টা ৫০ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার কানাইঘাট থেকে ৭ কিলোমিটার দূরে।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বাংলা জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। কেন্দ্র ছিল আসাম মেঘালয় রিজিওন। ভূমিকম্পের উৎস ছিল ঢাকা থেকে ২২৮ কিলোমিটার উত্তর-পূর্বে।
সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিক সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
সিলেট আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, ৫.৫ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভারতের মেঘালয় রাজ্যে।
এশার নামাজের সময় এ ভূমিকম্প অনুভূত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে বিভিন্ন বহুতল ভবন থেকে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।
সর্বশেষ চলতি বছরের জুন মাসের ১৬ তারিখ সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্প ছিল ৪.৫ মাত্রার।
Leave a Reply