রাশিদ রিয়াজ: সৌদি আরব সৌর বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক পরিকল্পনা নিয়েছে। ২০৩২ সালের মধ্যে দেশটি ৪১ গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করবে। যা দেশটির এক তৃতীয়াংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে। আর এজন্যে বিনিয়োগ করা হবে ৪০৯ বিলিয়ন সৌদি রিয়েল।
আরব নিউজ সৌর বিদ্যুতে এধরনের বিশাল পরিকল্পনা নেয়ায় আšত্মর্জাতিক অনেক প্রতিষ্ঠান দেশটিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ বছরেই প্রথমবারের মত সৌর বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে দেশটি। এছাড়া সৌদি এনার্জি ২০১৩ নামে যে আšত্মর্জাতিক জ্বালানি মেলা হতে যাচ্ছে যেখানে আšত্মর্জাতিক বিদ্যুৎ উৎপাদন, বিকল্প জ্বালানি, পানি প্রযুক্তি, বিদ্যুতায়ন প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।
তেলের মজুদ ধরে রাখতেই বিকল্প জ্বালানির উৎস হিসেবে সৌর বিদ্যুৎ উৎপাদনে এধরনের বিশাল পরিকল্পনা নিচ্ছে সৌদি আরব। এছাড়া শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে বাড়তি জ্বালানি চাহিদা পূরণের জন্যে এধরনের পরিকল্পনা নিয়েছে দেশটি। ইতিমধ্যে সৌদি আরবে বৃহত্তম পানি শোধনাগার প্রকল্প বা¯ত্মবায়নের কাজ চলছে যেখানে সমুদ্রের লোনা পানি থেকে লবন ম্ক্তু করে বিশুদ্ধ খাবার পানি উৎপাদন করা হবে।
Leave a Reply