আমি নিজেকে একজন হিন্দু হিসাবে যুক্তরাজ্যে নিজের পরিচয় দেয়ায় কোন সমস্যার সম্মুখীন হইনি। বরংচ সম্মানিত হয়েছি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক টুইটার বার্তায় এমন তথ্য দিলেন।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৯দিন ব্যাপি রাম কথা নামের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জয় শ্রীরাম বলে শ্লোগানও দেন।
ঋষি বলেন, ইউরোপের কোন দেশে আমিই প্রথম হিন্দু প্রধানমন্ত্রী। এই পদটি খুবই গুরুত্বপূর্ণ ও সম্মানিত। কিন্তু এর দ্বায়িত্ব পালন সহজ না। অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এসব ক্ষেত্রে আমার ধর্ম আমাকে চিন্তায় সহযোগীতা করে সাহস যোগায়।
তিনি আরো বলেন, আমি এর মাধ্যমেই যুক্তরাজ্যকে ভালবাসতে পেরেছি। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের টেবিলে গনেশের মূর্তি স্থাপন করেছি। যদিও আমার বিশ্বাস আমার কাছে ব্যাক্তিগত।
বৈশ্বিক পর্যায়ে হিন্দু হওয়ার কারণে কোন সমস্যায় পড়েছেন কিনা এ বিষয়ে বলেন, না আমি বৈশ্বিক নেতৃবৃন্দের কাছ থেকে এ নিয়ে কখনো কোন প্রশ্নের মুখে পরিনি। ব্রিটেনের রাজনীতিতেও এ নিয়ে আমাকে কেউ প্রশ্ন করেনা।
উল্লেখ্য, ভারতের ধর্মগুরু মুরারি বাবা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ৯ দিন ব্যাপি রাম কথার আয়োজন করেছেন।
Leave a Reply