পপলার স্পোর্টিং ক্লাব এর আয়োজনে সামার ফুটবল টুর্নামেন্ট অনুস্টিত হয়েছে। পরে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
গত রবিবার ২৭শে আগষ্ট বিশিষ্ট ক্রীড়াবিদ মো: নিজামুল হক, জাহিদ আহমদ,আব্দুল হাকিম হাদি, ফরহাদ হোসেন, জিলু মিয়া ও শাহীর মোং জহিরুল ইসলাম এর উদ্যেগে আয়োজিত উক্ত টুর্নামেন্টে সর্বমোট ৮টি টিম অংশগ্রহন করে। যথাক্রমে ১. পপলার এফসি- এ, ২. পপলার এফসি- বি, ৩. মাইল এন্ড এফসি, ৪. উইভারর্স এফসি, ৫. উইভারর্স ফিল্ড এফসি, ৬. রেড ডেভিল, ৭. ইষ্ট লন্ডন ইউনাইটেড, ৮. আমিন এফসি।
সেমিফাইনালে অংশগ্রহন করে পপলার এফসি- এ বনাম মাইল এন্ড এফসি এবং ইষ্ট লন্ডন ইউনাইটেড বনাম উইভারর্স ফিল্ড এফসি। ফাইনালে উন্নীত হয় পপলার এফসি ও ইষ্ট লন্ডন ইউনাইটেড।
চ্যাম্পিয়ন হয় ইষ্ট লন্ডন ইউনাইটেড ও রানার্স আপ হয় পপলার এফসি।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার অহিদ আহমদ, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের স্পিকার কাউন্সিলার জাহেদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের স্পোর্ট ও কালচারাল সেক্রেটারি কাউন্সিলার ইকবাল আহমদ, সাবেক কাউন্সিলার রুহুল আমিন, সোনালী অতীত ক্লাবের সদস্য সেলিম উদ্দিন, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম ও কমিউনিটি একটিভিষ্ট জয়নাল উদ্দিন।
Leave a Reply