কাজিটুলা ইউকে প্রবাসী কমিউনিটির উদ্যোগে যুক্তরাজ্য সফরত সাবেক ফুটবলার, যুক্তরাষ্ট্র প্রবাসী নাহিদ আহমদ পাপ্পুর সম্মানে এক গেট টুগেদার অনুষ্ঠান বার্মিংহামের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাজিটুলা ইউকে প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। কেক কেটে অতিথি অনুষ্ঠানের সূচনা করেন। একই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে তাকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাজীটুলা ইউকে প্রবাসীর কমিউনিটির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মোরশেদ খান, মুজিবুর রহমান অ্যাপোলো, বেলাল আহমদ বক্ত, হাফিজ রশিদ রানু, জুনেদ আলম চৌধুরী, রোকনুজ্জামান কচি, মুজিবুর রহমান মঞ্জু, তুহিন খান ও এলাহি বক্স এনামসহ আরো অনেকে।
একই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী নাহিদ আহমেদ পাপ্পু তার শুভেচ্ছা বক্তব্যে কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির সকল সদস্যদেরকে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সংগঠনের উজ্জ্বল সাফল্য কামনা করেন।
Leave a Reply