বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের উদ্যোগে গত ২৯ আগষ্ট মঙ্গলবার বিকাল ৭টায় ভ্যলেন্স রোডের উডেহাম কমিউনিটি হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠণের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- লন্ডনে কবি নজরুল সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা, কমিউনিটি নেতা ও সাবেক ব্রিটিশ এমপি পদ প্রার্থী সৈয়দ নুরুল ইসলাম দুলু।
সভায় স্বরচিত কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশ নেন- বীর মু্ক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, মাওলানা রফিক আহমদ রফিক, হাজী ফারুক মিয়া, খান জামাল নুরুল ইসলাম, আলহাজ্ব নুর বক্স, নুরুল ইসলাম মাষ্টার, কবি শাহ এনায়েত করিম ও মিসেস সাজেদা আহমদ প্রমুখ।
‘একজন নজরুল চাই’ শীর্ষক মাসুদ আহমদ কামালের লেখা কবিতা আবৃত্তি করেন নতুন প্রজন্মের প্রতিনিধি সমাজকর্মী জাকি আহমদ। সভায় বক্তারা বলেন- কবি কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতার কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি, সমাজ সংস্কার ও জাগরণের কবি। কবি নজরুলকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
প্রধান অতিথি সৈয়দ নুরুল ইসলাম বলেন- লন্ডনে কবি নজরুল সেন্টার কমিউনিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। অচল এ সেন্টারকে আবার সচল করতে হবে। জনগনের কাছে ফিরিয়ে দিতে হবে। সভায় কবির রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন লেখক মাওলানা রফিক আহমদ রফিক।
Leave a Reply