বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:২২

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কৃষিবিদদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কৃষিবিদদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

নিউজ ডেস্ক, লন্ডন / ৮৭
প্রকাশ কাল: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

চরম উৎসাহ ও উদ্দীপনা নিয়ে গত ১৯ আগস্ট অনুষ্ঠিত হলো এসোসিয়েশন অফ বাংলাদেশী এগ্রিকালচারিস্টস ইন দ্য ইউকে (এবিএইউকে) এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও গেট টুগেদার।

যুক্তরাজ্যের নানা প্রান্ত থেকে নাড়ীর টানে কৃষিবিদ ভাইবোনেরা ছুটে এসেছিলেন লন্ডনের হ্যানল্ট ফরেস্ট কান্ট্রি পার্কে। বিশাল বিশাল গাছের নীচে মন ভুলিয়ে দেবার মত ছায়া ঘেরা একটি জায়গা চয়ন করা হয়েছিল এই আয়োজনের জন্যে।

শিশু কিশোরদের ও বড়দের জন্যে নানা রকম খেলাধুলার আয়োজনে ব্যস্ত সময় কেটেছে সবার। অন্য কথায় এটি ছিল একটি জমজমাট পিকনিক। উদর পুর্তি করা খাবারের পরেও ছিল ঝাল মসলায় মাখানো বাংলার সুস্বাদু সোলামুড়ি। র‌্যাফেল ড্র সহ অন্যান্য খেলায় জেতার আনন্দ এবং নিজেদের পরিচিতি দিতে গিয়ে ব্রহ্মপুত্র পাড়ের প্রেমকাহানী বর্ণনা সবাইকে ফিরিয়ে নিয়ে গেছে তাদের ফেলে আসা স্মৃতি বিজড়িত সেই মধুর দিনগুলিতে।

অনুষ্ঠানের শেষ দিকে এসে কমিটির বার্ষিক সাধারণ সভা সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. আনোয়ারুল হক। সভায় পরিচিতি পর্ব ও শুভেচ্ছা বিনিময়ের পর ডক্টর হক সংগঠনের জন্ম ও বেড়ে ওঠার উপর আলোকপাত করেন ও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কৃষিবিদদের গৌরবময় অতীতের স্মৃতিচারণ করেন। তিনি বিদেশের মাটিতে বাংলাদেশী কৃষিবিদদের এই সংগঠনের সাথে যুক্ত হয়ে একে অপরের সান্নিধ্যে আসার উপর জোর দেন।

অনুষ্ঠানে ড. আনোয়ারুল হককে সভাপতি, ড. মেহেদী হাসান রানাকে সাধারণ সম্পাদক ও রায়হান আখলাস তুষারকে কোষাধক্ষ্য করে ২১ সদস্য বিশিষ্ট এক পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এবারের কমিটিতে যারা বিভিন্ন পদে আছেন তারা হলেন। সভাপতি- ড. আনোয়ারুল হক, সহ সভাপতি- আঞ্জুমান আরা বেগম ও শাহীনারা চৌধুরী লিডা, সাধারণ সম্পাদক- ড. মেহেদী হাসান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক- মশিউর রহমান মবিন, কোষাধক্ষ্য- রায়হান আখলাস তুষার, যুগ্ম কোষাধক্ষ্য- ড. ইমরান আহমেদ, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক- একেএম জাবিরুল ইসলাম, যুগ্ম সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক– তানজিদা ইয়াসমিন, সদস্য বিষয়ক সম্পাদক- প্রদিপ সরকার, যুগ্ম সদস্য বিষয়ক সম্পাদক- নাজমুল হায়দার সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক- জয়দিপ রায়, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক- মাসুম বিল্লাহ।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে সন্তোষ চন্দ্র সরকার, ড. আজিজুর রাহমান, নুরুন নাহার রহমান রেহানা, ড. শাহিন আক্তার রেখা, আব্দুল হামিদ, মোফা ইসলাম, সুলতানা রাজিয়া ও হাসান বিশ্বাস। এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য ডক্টর হক জড়িত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত নতুন ও পুরনো সব সদস্যই এবিএইউকে এর প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে বক্তব্য দেন। পরিশেষে সংগঠনের নবনিযুক্ত সভাপতি ড. আনোয়ারুল হক নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023