জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক অন্য দেশের প্রধানমন্ত্রী হয়ে পূর্বপুরুষদের দেশে এসেছেন। ভারতের ইতিহাসে এমন ঘটনা এটিই প্রথম।
প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকেররও এটি প্রথম ভারত সফর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সফর নিয়ে ঋষি সুনাক বলেছেন, ভারতে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। এই দেশটি আমার খুব কাছেরও প্রিয়।
তিনি আরও বলেছেন, এটি অবশ্যই বিশেষ সফর। কোথাও কোথাও আমাকে ভারতের জামাই হিসেবে উল্লেখ করা হয়েছে। আমি আশা করি স্নেহের জায়গা থেকেই বলা হচ্ছে।
সুনাক স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে ভারতে সফরে এসেছেন। অক্ষতা মূর্তির জন্ম ভারতে এবং এখানেই তার বেড়ে ওঠা। ভারতের ধনাঢ্য ব্যবসায়ী নারায়ণ মূর্তির মেয়ে তিনি।
সম্মেলনের সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করার পরিকল্পনার বিষয়ে কিছু বলেননি সুনাক। তিনি ফ্লাইটে সাংবাদিকদের বলেছেন, অনেকের সঙ্গে দেখা হবে। কয়েক দিন আমরা সবাই সেখানে থাকব।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন সুনাক। যেখানে সম্ভবত তারা যুক্তরাজ্য-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবেন।
শিগগিরই এমন একটি চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, বছরের শেষের দিকে এই চুক্তি হতে পারে।
Leave a Reply