বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:৪৫

যুক্তরাজ্যের সাথে চুক্তির পর যে কোনো বন্দিকে ফিরিয়ে আনা সহজ হবে বাংলাদেশে

যুক্তরাজ্যের সাথে চুক্তির পর যে কোনো বন্দিকে ফিরিয়ে আনা সহজ হবে বাংলাদেশে

শীর্ষবিন্দু নিউজ, ঢাকা / ৭৪
প্রকাশ কাল: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করা নিয়ে আলোচনা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ চুক্তি হলে যে কোনো বন্দিকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা সহজ হবে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তারেক রহমানকে দেশে ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করা হচ্ছে কি না, এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি যতটুকু শুনেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তারা একটা প্রোপোজাল দিয়েছিল এবং সেটা নিয়ে আলোচনা চলছে। এখনো কংক্রিট একটা প্রোপোজাল, সেই প্রোপোজালটা এখনো আমরা পাই নাই।

আমরা যেটুকু জানি এ ধরনের আলোচনা হয়েছে। আলোচনা হয়ে এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইপ্লিমেন্ট করবে, আমাদের প্রতিনিধি আলোচনার সময় ছিলেন। আমি যতটুকু শুনেছি এই আলোচনাটা হয়েছে। আলোচনাটা কীভাবে বাস্তবায়ন হবে এখনো আমাদের কাছে বিস্তারিত কিছু আসেনি।

প্রস্তাব কে দিয়েছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা আলোচনার মাধ্যমে হয়েছে। তিনি বলেন, আমাদের সঙ্গে অনেকেরই বন্দি বিনিময় চুক্তি হয়েছে। যেখানে এ চুক্তি হয়েছে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতেই হয়ে থাকে। এগুলোর প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইং ধারাবাহিকভাবে তাদের কাজ রয়েছে। সেই কাজগুলো শেষ করার পর এই চুক্তিটা সম্পন্ন হওয়ার একটা পরিবেশ সৃষ্টি হবে।’

যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি হলে তারেক রহমানকে ফিরিয়ে আনা সহজ হবে কি না, এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা আসুক। যে কোনো বন্দিকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা সহজ হবে।

আসাদুজ্জামান খান বলেন, আমরা কাজ করে যাবো, কতক্ষণে শেষ করতে পারি সেটি পরিবেশের ওপর নির্ভর করে। কারণ আমাদের আলোচনা, সিদ্ধান্ত, দুই দেশের আইন সংগত বিষয়গুলো, সেগুলোরও অনেক কর্মকাণ্ড আছে। সেগুলো শেষ করার পর এটা (বন্দি বিনিময় চুক্তি) হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023