স্যান্ডউইচের নামে যদি অন্য কিছু মেলে তা হলে কেমন দেখায়। এমনই এক স্যান্ডউইচ নিয়ে ঘটনা ঘটেছে। পাউরুটির বদলে অর্থ দিয়ে বানানো হয়েছে এই স্যান্ডউইচ। তাও কিনা ৭০ হাজার ব্রিটিশ পাউন্ড দিয়ে। বাংলাদেশি টাকায় ৯৫ লাখেরও বেশি।
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের এসেক্স কাউন্টির হারউইচ শহরে। ২৭ জুলাই রুরাল এনগেজমেন্ট টিম হারউইচে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। তারা দেখতে পায়, এক চালক ভুল পথে গাড়ি নিয়ে ছুটছেন তাদের চোখকে ফাঁকি দিতে। দ্রুত পুলিশ গাড়িটি আটকায়।
সেখানে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর একটি ব্যাগ পাওয়া যায়। সেখানে ফয়েল পেপার দিয়ে মোড়ানো একটি স্যান্ডউইচ দেখতে পান তারা। স্যান্ডউইচ দেখে সন্দেহ হয় পুলিশের। তারা ফয়েল পেপার খুলে দেখেন— আদতে এটি খাওয়ার স্যান্ডউইচ নয়; ভেতরে ৭০ হাজার পাউন্ড।
২৮ বছর বয়সি গাড়িচালক মারিয়াস রাকজিনস্কিকে মানিলন্ডারিংয়ের অভিযোগে গ্রেফতার করা হয়। ৮ সেপ্টেম্বর চেমসফোর্ড ক্রাউন কোর্টে শুনানির সময় মারিয়াস নিজের অপরাধ স্বীকার করেন। তাকে ২০ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।
Leave a Reply