বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৩:০২

সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চে নেতা-কর্মীদের ঢল

সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চে নেতা-কর্মীদের ঢল

শীর্ষবিন্দু নিউজ, সিলেট / ১৯৩
প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ভৈরব থেকে সিলেট অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে এই রোডমার্চ শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ক ধরে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে রোডমার্চ শেষ হবে। ১৬০ কিলোমিটার দীর্ঘ পথের মাঝে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড় ও মৌলভীবাজারের শেরপুরে তিনটি পথসভা করা হবে।

এদিকে রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে ভৈরব বাজারে পথসভায় জনতার ঢল নামে। নেতা-কর্মীদের ভিড়ে লোকারণ্য হয়ে ওঠে এলাকায়। বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে রোডমার্চে যোগ দিয়েছেন বিপুল সংখ্যক নেতা-কর্মী।

রোডমার্চে দলের গয়েশ্বর চন্দ্র ও আমীর খসরু ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা আছেন। কর্মসূচির সমন্বয় করছেন ময়মনসিংহ ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকেরা।

উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একইদিন ঢাকায় একটি পেশাজীবী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. আবদুল মঈন খান।

২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগরীর গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান (গাবতলী), ড. আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী (ফতুল্লা)। ২৯ সেপ্টেম্বর ঢাকায় নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বেগম সেলিমা রহমান সমাবেশে উপস্থিত থাকবেন।

এছাড়া ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক সম্মেলন, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রোডমার্চ, ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ এবং ৩ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রামে রোডমার্চ অনুষ্ঠিত হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2023