বাহরাইনের জনশক্তি আমদানিবিষয়ক সর্বোচ্চ প্রতিষ্ঠান লেবার মার্কেট রেগুলেটরি অথরিটির (এলএমআরএ) একটি প্রতিনিধিদল সোমবার প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা জানান, বাংলাদেশ থেকে সরকারিভাবে শ্রমিক নিতে আগ্রহী বাহরাইন।
বাহরাইনের তিন সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ওসামা বিন আবদুল্লাহ। বৈঠক শেষে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘বাহরাইন সরকারিভাবে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়। এ ব্যাপারে তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আমাদের শ্রমিকদের অধিকার সংরক্ষণের বিষয়েও তাঁদের সঙ্গে কথা বলেছি।’ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন্নাহার এ বৈঠকে উপস্থিত ছিলেন।
Leave a Reply