বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৩৯

ব্রিটেনের জন্য কী ভালো ছিল ব্রেক্সিট

ব্রিটেনের জন্য কী ভালো ছিল ব্রেক্সিট

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন / ১৩১
প্রকাশ কাল: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

একটি নতুন সমীক্ষায় দেখা গেছে যে, ১০ শতাংশেরও কম ব্রিটিশ এটা বিশ্বাস করেন। ব্রেক্সিট কী ব্রিটেনের জন্য ভালো ছিল? এ নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে থিঙ্ক-ট্যাঙ্ক ‘ইউকে ইন আ চেঞ্জিং ইউরোপ’ বা (ইউকেআইসিই)।

সেখানে দেখা গেছে, মাত্র নয় শতাংশ ব্রিটিশ বলেছেন যে তাদের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ সফল হয়েছে। এ খবর দিয়েছে ইন্ডিপেনডেন্ট।

খবরে জানানো হয়েছে, ভবিষ্যতেও কখনও ব্রেক্সিট ভালো কিছু বয়ে আনবে এমন আশা করেন না বেশিরভাগ ব্রিটিশ। মাত্র ৩০ শতাংশ ব্রেক্সিটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। এমনকি যারা ২০১৬ সালে ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিলেন তাদেরও মাত্র ৬১ শতাংশ এখন এর পক্ষে।

ইউকেআইসিই’র পরিচালক আনন্দ মেনন বলেন, এই সমীক্ষার ফলাফল লেবার এবং কনজারভেটিভ উভয় দলের নেতাদের ব্রেক্সিট নীতির ক্ষেত্রে ‘সীমাবদ্ধতার’ চিত্র তুলে ধরেছে।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক চাইলেই এখন এই ইস্যুটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারছেন না। কারণ অনেক নেতাই মনে করেন ব্রেক্সিট কাজ করেনি এর জন্য সরকারের অক্ষমতাই দায়ী।

যদি ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হতে আবারও গণভোট হয় তাহলে এর পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন ৪৮ শতাংশ ব্রিটিশ। আর ৩২ শতাংশ জানিয়েছেন, তারা এর বিরুদ্ধে ভোট দেবেন। বাকিরা অনিশ্চয়তা প্রকাশ করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2023