বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৩:০৫

বোমা আতঙ্কে ম্যানচেস্টার বিমানবন্দর সাময়িক বন্ধ

বোমা আতঙ্কে ম্যানচেস্টার বিমানবন্দর সাময়িক বন্ধ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন / ১১৪
প্রকাশ কাল: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরের বিমান চলাচল বোমা আতঙ্কে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনের একটি বিমানে বোমা আছে এমন তথ্য পাওয়ার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

মঙ্গলবার বিকেলের এই ঘটনায় তদন্ত করে দেশটির পুলিশ। দেশটির সব থেকে ব্যস্ত তিনটি বিমানবন্দরের একটি এটি।

ইন্ডিপেনডেন্টের খবরে জানানো হয়েছে, এমিরেটস এয়ারলাইনের এয়ারবাস এ৩৮০ সুপারজাম্বো বিমানটি সেদিন সন্ধ্যা ৭টা ২১ মিনিটে ম্যানচেস্টার বিমানবন্দরে অবতরণ করে।

এটি সরাসরি সংযুক্ত আরব আমিরাত থেকে উড়ে এসেছিল। ঠিক সেই সময়েই গ্রেটার ম্যানচেস্টার পুলিশ একটি ই-মেইল পায় যাতে দাবি করা হয় যে, ওই বিমানের মধ্যে সন্দেহজনক বস্তু রয়েছে।

এতে প্রায় ৩৪ মিনিট ধরে এই অচলাবস্থা বিদ্যমান ছিল। এই সময়ের মধ্যে তিনটি বিমান অন্য বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।

পুলিশ পরে জানিয়েছে যে, তল্লাশি শেষ হয়েছে এবং সেখানে কিছু পাওয়া যায়নি। এই ঘটনায় কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

এমিরেটসের এক মুখপাত্র জানান, তল্লাশি চলাকালীন দেশটির কর্তৃপক্ষকে পুরোপুরি সহযোগিতা করেছে তাদের ক্রুরা।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি ম্যানচেস্টার বিমানবন্দরেই রয়েছে এবং সন্দেহজনক ওই বস্তুর সন্ধান চলছে। যতক্ষণ না পরিস্থিতি নিরাপদ মনে হচ্ছে ততক্ষণ বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2023