বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৪:০৭

এমপি আপসানা বেগমকে হত্যার হুমকির অভিযোগ

এমপি আপসানা বেগমকে হত্যার হুমকির অভিযোগ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন / ৮০
প্রকাশ কাল: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

লন্ডনের বাংলা‌দেশি অধ্যুষিত সংসদীয় আসন পপুলার ও লাইমহাউসের সংসদ সদস্য আপসানা বে‌গমকে হত্যার হুম‌কি দেওয়ার অভি‌যোগ উঠেছে।

তি‌নি ব‌লে‌ছেন, ‘মৃত্যুর হুমকি’ ও জনসমক্ষে তার হিজাব ‘ছিঁড়ে ফেলার’ হুমকিসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি।

লন্ডনের বাংলা‌দেশি অধ্যুষিত সংসদীয় আসন পপুলার ও লাইমহাউসের সংসদ সদস্য আপসানা গত বৃহস্প‌তিবার (৯ নভেম্বর) ব্রিটিশ সংস‌দে বক্ত‌ব্য রাখার সময় বলেন, হুমকিদাতারা তাদের ঘৃণা ও বিভাজন ছড়িয়ে দিয়ে বর্তমান ঘটনাগুলোকে পুঁজি করার চেষ্টা করছে। তাদের দ্বারা ওই আসনের প‌রি‌স্থি‌তি আরও খারাপ হচ্ছে।

তিনি আ‌রও ব‌লেন, তার নির্বাচনি এলাকার বা‌সিন্দারা ফি‌লি‌স্তিনের মানু‌ষের জীবনের প্রতি অবহেলায় উদ্বিগ্ন ও শঙ্কা প্রকাশ করেছেন।

তবে এ বিষয়ে আপসানা কোনও মি‌ডিয়ার সঙ্গে কথা ব‌লেন‌নি। তি‌নি কোনও আইনি ব্যবস্থা নি‌য়ে‌ছেন কি না, সে সম্প‌র্কেও কিছু জানা যায়নি।

যুক্তরাজ্যের গত নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী শিউন ওককে প্রায় ২৯ হাজার ভোটে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন লেবার পার্টির প্রার্থী আপসানা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2023