কাঁদতে কাঁদতেই দেশের নারীদের আরও সন্তান নিতে বললেন কিম। মা দিবসে বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেললেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
ভিডিওতে দেখা গেছে, বারবার রুমাল দিয়ে চোখ মুছছেন তিনি। এ সময় শ্রোতাদের মধ্যেও অনেককে কাঁদতে দেখা যায়। দেশের ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায় এই আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সন্তান লালনপালন করা গৃহস্থলি কাজের অংশ। মায়েদের উচিত আরও অধিক সন্তান নেওয়া। জাতি গঠনে মায়েদের অবদানের কথা তুলে ধরে তাদের ধন্যবাদ জানান কিম।
জাতিসংঘের চলতি বছরের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় জন্মগ্রহণের হার ১.৮ শতাংশ। যা গত কয়েক দশকের তুলনায় অনেক কম।
বুধবার এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার (৩ ডিসেম্বর) পিয়ংইয়ংয়ে জাতীয় মাতৃ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নতুন এই ইতিহাস তৈরি করেন দেশটির কিম।
Leave a Reply