অ্যালেক্স রাউলিংস নামের মাত্র ২০ বছর বয়সী এক তরুণ এ বছর বৃটেনের বহুভাষাবিদ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। প্রকাশনা সংস্থা কলিনসের শুরু হওয়া নতুন ভাষা শিক্ষা কোর্সের প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী বহুভাষাবিদ খোঁজার প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছিল গত বছর জুন মাসে । এ প্রতিযোগিতার অংশ হিসেবেই রাউলিংস এ খেতাব জয় করেছেন। কলিন্সের প্রকাশক হার্পার কলিনস নিজে রাউলিংসের হাতে এ খেতাব তুলে দেন।
১১টি ভাষায় অনর্গল কথা বলার সক্ষমতা অর্জন করে অক্সফোর্ডের এক শিক্ষার্থী জিতে নিয়েছেন বৃটেনে সবচেয়ে বেশি ভাষায় কথা বলার খেতাব। অক্সফোর্ডের আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থী রাউলিংস বর্তমানে ইংরেজি, গ্রিক, জার্মান, স্প্যানিশ, রাশিয়ান, ডাচ, ফ্রেঞ্চ, হিব্রু, ইতালিয়ান ভাষায় কথা বলতে পারেন। রাউলিংস বলেছেন, ছোট বেলা থেকেই তার তার সঙ্গে ইংরেজি, গ্রিক এবং কেউ কেউ ফ্রেঞ্চ ভাষায় কথা বলতেন। এখন তিনি জার্মান ও রাশিয়ান শিখছেন। আর অন্যান্য ভাষা তিনি নিজে নিজেই আত্মস্থ করছেন।
সূত্র: বিবিসি
Leave a Reply