বুধবার, ১৮ জুন ২০২৫, ০৭:০০

‘গ্রিন-ক্লিন-স্মার্ট’ শহর গড়তে কঠোর ভূমিকায় সিসিক

‘গ্রিন-ক্লিন-স্মার্ট’ শহর গড়তে কঠোর ভূমিকায় সিসিক

এবার ময়লা-আবর্জনামুক্ত ক্লিন বা পরিচ্ছন্ন সিলেট গড়তে নগরবাসীর প্রতি ‘কঠোর’ বার্তা দিচ্ছে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

এ বিষয়ে নগরজুড়ে মাইকিং করা হচ্ছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এমন মাইকিং দেখা যায় মহানগরের বিভিন্ন স্থানে।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচনী স্লোগান ছিলো ‘গ্রিন-ক্লিন-স্মার্ট’ সিলেট গড়ে তোলা। এ প্রতিশ্রুতি পূরণে নানা পদক্ষেপ নিতে শুরু করেছেন তিনি।

সিসিকের পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়- মহানগরের ব্যবসায়ী ও বাসিন্দাদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা-আবর্জন রাত ১০টার মধ্যে নিকটস্থ ডাস্টবিন বা নির্ধারিত স্থানে ময়লা রাখতে হবে। কোনো অবস্থাতেই বর্জ্য বাইরে ফেলা যাবে না।

ঘোষণায় আরও বলা হয়- নির্দেশনা না মানলে বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী আইন অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দুই বছরের কারাদণ্ড বা দুই লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

এছাড়া সিসিকের অনুমতি ব্যতিত দেওয়াল লিখন বা বিদ্যুতের খুঁটিতে পোস্টারিং করা যাবে না। যাবে না যত্রতত্র ব্যানার-ফেস্টুন টানানো।

তবে প্রয়োজনে সিসিকের অনুমতি নিয়ে যথাযথ নিয়ম মেনে বিজ্ঞাপন দেওয়া যাবে। বিনা অনুমতিতে বিজ্ঞাপন দিলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সিসিক।

ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ থেকে নগরবাসীকে মুক্তি দিতে পর্যায়ক্রমে সড়ক থেকে ময়লার ভাগাড়গুলো (ডাস্টবিন) সরিয়ে নেওয়া হবে। এর পরিবর্তে এলাকাভিত্তিক ময়লা সংরক্ষণ (ডাম্প) কেন্দ্র গড়ে তোলা হবে।

মহানগরের প্রতি এলাকায় ৪-৫টি দোকান মিলিয়ে একটি করে ডাস্টবিন দেওয়া হচ্ছে ময়লা-আবর্জনা ফেলার জন্য। এটি চলমান রয়েছে।

পাশপাশি এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং করা হচ্ছে। সব এলাকায় এভাবে ডাস্টবিন দেওয়ার পর নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচনের আগে তাঁর ইশতেহারে বলেছিলেন- আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠা আমার লক্ষ্য। নগর পরিচ্ছন্ন রাখতে ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও দাতাদের সহায়তা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025