সিলেট জেলা পুলিশের উদ্যোগে ‘বই হোক জাগরণের সাথী’-এই শ্লোগানকে সামনে রেখে বুধবার সিলেটে শুরু হচ্ছে একুশে বইমেলা। জেলা পুলিশ লাইন মাঠে আয়োজিত এ মেলার সহযোগিতা করছে বাংলাদেশ পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখা।
তৃতীয় বারের মতো আয়োজিত এ মেলা উপলক্ষ্যে বুধবার সকাল ১০ টায় এক গ্রন্থ শোভাযাত্রার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, মেলায় বই বিক্রির পাশাপাশি কবিতা পাঠের আসর, ভাষা সৈনিকদের সংবর্ধনা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শণী, চিত্রাংকন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী, লেখক-পাঠকদের আড্ডা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। চারদিন ব্যাপী এ মেলা শেষ হবে শনিবার। এবার মেলায় ২৭ স্টল থাকবে।
Leave a Reply