মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৩২

খাবারের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে ক্ষুধার্ত গাজাবাসী

খাবারের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে ক্ষুধার্ত গাজাবাসী

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ / ৮৬
প্রকাশ কাল: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

গাজার উত্তরাঞ্চলের ক্ষুধার্ত হাজার হাজার লোকজন বিমান থেকে ফেলা প্যারাসুটের জন্যই এখন আকাশের দিকে তাকিয়ে থাকে।

ক্ষুধার্ত গাজাবাসীদের মাঝে বিতরণের জন্য বড় বড় বাক্সের অন্তত ৮০ টি প্যালেট বিমানে তোলা হয়। প্যরাসুটের মাধ্যমে নিচে ফেলা এসব ত্রাণের দিকেই এখন তাকিয়ে আছে গাজাবাসী।

গাজা থেকে এক হাজার মাইল পূর্বে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে সাহায্যের জন্য বড় বড় কাঠের বাক্সগুলো মার্কিন সামরিক পরিবহণ বিমানে তুলছে ক্রুরা। শনিবার (৩০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চলতি সপ্তাহেই ফ্রান্স, জার্মানি, জর্ডান, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের সাহায্য নিয়ে দুইটি ত্রাণভর্তি বিমান পরিচালনা করা হয়েছে।

এটি ছিল মার্কিন বাহিনীর ১৮ তম মিশন। অন্তত ৪০ হাজার প্রস্তুত-খাবারের প্যাকেট ছোট ছোট বাক্সে ভরা হয়। সেগুলোকে আবার একটি কাঠের বড় বাক্সে ভরে প্যারাসুটের মাধ্যমে নিচে ফেলা হয়।

হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় হামাস এগুলোকে অকেজো বলে উল্লেখ করেছে। প্যারাসুট থেকে ফেলা ত্রাণের বড় বড় বাক্সকে ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের জন্য সত্যিকারের বিপদ বলে অভিহিত করেছে তারা। সেই সাথে প্যারাসুট থেকে ত্রাণ বিতরণ বন্ধের দাবিও জানিয়েছে হামাস।

তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গাজাবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ এখন এক জটিল, ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল কাজ।

মিশনের কমান্ডার মেজর বুন বলেছেন, প্যারাসুটের মাধ্যমে খুবই সাবধানে খাবার ভর্তি কাঠের বাক্স সমুদ্রের পাড়ে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু বিমানের শব্দ শুনেই লোকজন ভিড় করতে থাকে আর হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

চেস্টা করা হয় প্যারাসুটগুলো যাতে গাজার উপকূলে নিরাপদ ও খোলা জায়গায় নামানো হয়।  কিন্তু বিমানের শব্দে নিচে ভিড় জমে গেলে সবসময় তা সম্ভব হয় না। তাই বিমানের শব্দ শুনলেই লোকজন সেদিকে ছুটতে থাকে বলেও জানিয়েছেন তিনি।

তাছাড়া সাহায্যের প্যাকেটগুলো ক্ষুধার্ত মানুষের তুলান অতি নগণ্য যা এক বালতিতে এক ফোটা পানির মতো বলে উল্লেখ করেছেন মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র মেজর রায়ান ডিক্যাম্প।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে সমুদ্রে পড়ে যাওয়া খাবারভর্তি বাক্স উদ্ধার করতে গিয়ে ডুবে মারা গেছে অন্তত ১২ জন। খাবার প্যাকেট নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা গেছে আরও ৬ জন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

All rights reserved © shirshobindu.com 2024