ঐশ্বরিক সৌন্দর্যের লীলাভূমি সাদাপাথর। প্রতিদিন প্রায় ৩০ হাজার পর্যটকের আগমন ঘটেছে সিলেটের এই সাদাপাথরে।
এমন পর্যটকদের আগমনে জমজমাট হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র। পাহাড় পানি আর পাথরের মিতালীতে বোধহতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা আসেন এখানে।
একেক ঋতুতে একেক রূপ ধারণ করা সাদাপাথরে সারা বছরই ভিড় করেন পর্যটকরা। তবে ছুটির দিনগুলিতে পর্যটকদের আনাগোনা বেশি হয়ে থাকে।
এবার ঈদ ও পহেলা বৈশাখের ছুটি একসাথে হওয়ায় ৪ দিনে লক্ষাধিক পর্যটকের আগমন ঘটে। ধলাই নদীর উৎসমুখ যা সাদাপাথর নামে প্রসিদ্ধ।
সেখানে যেতে হয় নৌকা নিয়ে। তবে এবার নদীতে পানি না থাকায় নৌকা চলাচলে অনেকটা বেগ পেতে হচ্ছে।
অনেক পর্যটক নৌকা না পেয়ে ১ কিলোমিটার বালুর উপর দিয়ে হেটে সাদাপাথরে পৌঁছান। আবার কেউ কেউ নৌকা না পেয়ে ঘাট থেকেই ফিরে গেছেন।
এদিকে নৌকা চলাচলের জন্য এস্কেভেটর দিয়ে খননের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। রবিবার রাত থেকে খননের কাজ করছে এস্কেভেটর। তবে বৃষ্টি হলেই পানি বেড়ে যাবে নদীতে।
এবার বিদেশি পর্যটকদের আগমন ছিল চোখে পড়ার মতো। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন পর্যটকরা।
ঢাকা রামপুরার ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, আমি পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। অনেক সুন্দর একটি জায়গা সাদাপাথর। এখানে বারবার আসতে মন চাইবে। তবে নৌকার জন্য অনেকক্ষণ লাইনে দাড়াতে হয়েছে। এছাড়া সব কিছু ভালো ছিল।
পর্যটকদের সেবা দিতে সব ধরনের ব্যবস্থা করে রেখেছিল প্রশাসন ও ব্যবসায়ীরা। প্রতিদিন পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। উপজেলা প্রশাসন থেকেও তদারকি করা হচ্ছে। খাবার, কসমেটিকস ও কাপড়ের ব্যবসায়ীরা ঈদ এবং বৈশাখ উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছেন।
Leave a Reply