শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৮

বৈশাখে ইলিশ মাছের পাতুরির স্বাদ

বৈশাখে ইলিশ মাছের পাতুরির স্বাদ

কলাপাতায় তৈরি ইলিশ মাছের মজাদার এই রেসিপি দেওয়া হয়েছে ফ্রি ইন্ডিয়ান রেসিপি’স ওয়েবসাইটে। জেনে নিন, এর প্রয়োজনীয় উপকরণ এবং প্রস্তুত প্রণালি।

উপকরণ

ইলিশ মাছ ৪০০ গ্রাম, সরিষা বাটা দুই টেবিল চামচ, দুই টেবিল চামচ কালিজিরা বাটা, এক টেবিল চামচ নারকেল বাটা, এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা, নারকেল কোড়ানো দুই টেবিল চামচ, সরিষার তেল দুই টেবিল চামচ, কাঁচামরিচ চার-পাঁচটি, হলুদ গুঁড়া এক টেবিল চামচ, কলাপাতা চারটি এবং লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি

প্রথমে ইলিশ মাছের টুকরাগুলো ধুয়ে লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মেখে পাঁচ মিনিট রেখে দিন। এর পর একটি বাটিতে সরিষা বাটা, কালিজিরা বাটা, নারকেল বাটা, কোড়ানো নারকেল, হলুদ গুঁড়া ও লবণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এখন মাছগুলো এই মিশ্রণে মেখে মেরিনেটের জন্য কিছুক্ষণ রেখে দিন।

কলাপাতাগুলো চুলার আগুনে হালকা সেঁকে নিন। এতে পাতাগুলো একটু নরম হবে। সঙ্গে একটু খেয়াল রাখবেন যেন আবার পুড়ে না যায়! এরপর পাতায় সরিষার তেল মেখে তাতে মাছগুলো দিয়ে ভালো করে পেঁচিয়ে নিন। টুথপিক দিয়ে কলাপাতার মুখ বন্ধ করে নিন।

এরপর গরম পানির স্টিমে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। স্টিমের গরমে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন পাতার মুখগুলো খুলে প্লেটে করে গরম গরম পরিবেশন করুন। স্বাদেই মিলবে রেসিপির পরিচয়!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024