যুক্তরাজ্যে বহুল আলোচিত স্পাউস ভিসার আয়সীমা পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত বছরে ২৯ হাজার পাউন্ড থেকে আর কোনও পরিবর্তন না করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেনের নতুন হোম সেক্রেটারি ইভেট কুপার।
পারিবারিক জীবন ও যুক্তরাজ্যের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য ন্যূনতম আয়ের প্রয়োজনীয়তাসহ পারিবারিক অভিবাসন বিধিগুলো পর্যালোচনা করার জন্য স্বাধীন পাবলিক সংস্থাকে আদেশ দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
এ ব্যাপারে আইন বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তিদায়ক। সরকার অভিবাসনের জন্য একটি নতুন পদ্ধতির পরিকল্পনা করছে। মাইগ্রেশন নীতি ও ভিসা নিয়ন্ত্রণে দক্ষতা ও শ্রমবাজার নীতির সঙ্গে সংযুক্ত করে ত্রুটি ও সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে।
এর আগে অভিবাসন কমাতে ব্রিটেনে ঋষি সুনাকের সরকার যুক্তরাজ্যের স্বামী বা স্ত্রী আনার ক্ষেত্রে ন্যূনতম আয় ১৮ হাজার ৬০০ থেকে বার্ষিক ২৯ হাজার করে। বর্তমানে ন্যূনতম আয়ের সীমা ২৯ হাজারে বহাল রাখা হয়েছে, যাতে পর্যালোচনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আর কোনও পরিবর্তন হবে না।
ন্যূনতম আয় আগামী বছর ৩৮ হাজার ৭০০ পাউন্ডে উন্নীত করার ঘোষণা দিয়েছিল তৎকালীন সরকার, যা বাংলাদেশিসহ বহু এথনিক মাইনরিটি কমিউনিটির স্বল্প আয়ের বাসিন্দাদের স্পাউস আনার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল।
Leave a Reply