সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্র জানায় কোটা সংস্কারের দাবিতে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনায় নিউমার্কেট থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। এই দুই মামলার একটিতে সাবেক মন্ত্রী ও উপদেষ্টাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপি’র এক বার্তায় জানানো হয়।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন।
Leave a Reply