রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে খেলার সময়েই সাকিব আল হাসান জানতে পেরেছেন, তার বিরুদ্ধে দেশে মামলা হয়েছে। হত্যা মামলার বোঝা মাথায় নিয়েই খেলছিলেন সাকিব। আজ রোববার (২৫ আগস্ট) টেস্ট ম্যাচটির শেষ দিনে ৩টি উইকেটও শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
দিনের অনেকটা শুরুর দিকে (ইনিংসের ২৭তম ওভারে) সৌদ শাকিলের উইকেট পেয়েছিলেন সাকিব। এই ইনিংসে এটি তার প্রথম উইকেট। ৩২তম ওভার ফের করতে আসেন সাকিব। তখন পর্য্ন্ত এই ম্যাচে মাত্র ২ উইকেট শিকার করা সাকিব হঠাৎই মেজাজ হারালেন।
ওভারের দ্বিতীয় বল করতে যাচ্ছিলেন সাকিব। তখন স্ট্রাইকে থাকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান প্রস্তুত ছিলেন না। যে কারণে বলটি ঠিকমতো করতে পারলেন না। কিন্তু বল হাতে ফেরত আসার পরিবর্তে রিজওয়ানের মাথার ওপর দিয়ে উইকেটরক্ষক লিটন দাসের দিকে বল ছুঁড়ে মারেন সাকিব। এতে আশ্চর্য হন সাকিব।
সাকিবের মেজাজ হারালেন মুহূর্তের ভিডিওটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়, ‘অপ্রত্যাশিত ঘটনা।’
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অন্যতম আসামি করা হয় সাকিবকে। এরপর সাকিবকে জাতীয় দল থেকে সরিয়ে দিতে ও দেশে ফিরিয়ে আনতে বিসিবির কাছে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।
নোটিশে দাবি করা হয়, সাকিব ফৌজদারি মামলার আসামি। আইসিসির নিয়ম অনুসারে তিনি জাতীয় দলে খেলতে পারেন না। যদিও রুবেল হত্যাকাণ্ডের দিন দেশে ছিলেন না সাকিব। সেদিন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছিলেন তিনি এবং ম্যাচসেরাও হয়েছিলেন।
Leave a Reply