রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪

দক্ষিন লন্ড‌নে তিন শিশু ও পুরু‌ষের মর‌দেহ উদ্ধার

দক্ষিন লন্ড‌নে তিন শিশু ও পুরু‌ষের মর‌দেহ উদ্ধার

দক্ষিন লন্ডনের উপকণ্ঠ সারেতে একটি বাড়িতে তিন শিশু ও একজন পুরুষকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

শনিবার স্টেইনস-আপন-টেমস-এর ব্রেমার রোডের একটি বাড়িতে তাদের মৃতদেহ খুঁজে পায় ব‌লে পু‌লি‌শের একজন মুখপাত্র জা‌নি‌য়ে‌ছেন।

শনিবার রাত সা‌ড়ে দশটার দি‌কে এ রি‌পোর্ট লেখা পর্যন্ত নিহত‌দের নাম, বয়স ও জাতীয়তা প্রকাশ ক‌রে‌নি পুলিশ।

তাদের মৃত্যুর কারণ জানার জন্য একটি তদন্ত চলছে। কিন্তু সারে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, এ ঘটনায় কোনও তৃতীয় পক্ষ জড়িত ছিল না৷

পু‌লি‌শের প্রধান পরিদর্শক লুসি স্যান্ডার্স আ‌রও বলেছেন, বর্তমানে আশেপাশের এলাকায় পুলিশ নি‌য়ো‌জিত রয়েছে এবং আমরা আমাদের তদন্ত পরিচালনা করার সময় স্থানীয় বাসিন্দাদের ধৈর্য ধারন করার আহ্বান জানাই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024