দক্ষিন লন্ডনের উপকণ্ঠ সারেতে একটি বাড়িতে তিন শিশু ও একজন পুরুষকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
শনিবার স্টেইনস-আপন-টেমস-এর ব্রেমার রোডের একটি বাড়িতে তাদের মৃতদেহ খুঁজে পায় বলে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন।
শনিবার রাত সাড়ে দশটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম, বয়স ও জাতীয়তা প্রকাশ করেনি পুলিশ।
তাদের মৃত্যুর কারণ জানার জন্য একটি তদন্ত চলছে। কিন্তু সারে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, এ ঘটনায় কোনও তৃতীয় পক্ষ জড়িত ছিল না৷
পুলিশের প্রধান পরিদর্শক লুসি স্যান্ডার্স আরও বলেছেন, বর্তমানে আশেপাশের এলাকায় পুলিশ নিয়োজিত রয়েছে এবং আমরা আমাদের তদন্ত পরিচালনা করার সময় স্থানীয় বাসিন্দাদের ধৈর্য ধারন করার আহ্বান জানাই।
Leave a Reply