রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩

হিথ্রো বিমান বন্দরে ধর্মঘটের কারনে যাত্রীদের চরম দুর্ভোগ

হিথ্রো বিমান বন্দরে ধর্মঘটের কারনে যাত্রীদের চরম দুর্ভোগ

লন্ডনের হিথ্রো বিমান বন্দরে ইমিগ্রেশন কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীদের ধর্মঘটকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কর্মকর্তা কর্মচারী সংকটে বাতিল হচ্ছে একাধিক ফ্লাইট।

জানা যায়, সোমবার হিথ্রো থেকে ছেড়ে যাওয়া অসংখ্য ফ্লাইট বাতিল হওয়ার কারণে দুর্ভোগে পড়েছেন কয়েকশত যাত্রী। বিশেষ করে ব্রিটিশ এয়ারলাইন্স, আমেরিকা এয়ারলাইন্স, ইন্ডিয়ান এয়ারলাইন্স সহ বড় বড় একাধিক এয়ারলাইন্সের ফ্লাইটগুলো বাতিল হচ্ছে। আটকাপড়া যাত্রীরা এয়াপোর্টের কোরিডোরেই সময় কাটাচ্ছেন।

বেতন বৃদ্ধি, ডিউটি টাইম এডজাস্ট সহ কয়েকটি দাবি নিয়ে ৬৫০ জন কর্মকর্তা কর্মচারী তিনদিনের কর্মবিরতি দিয়ে ধর্মঘটের ডাক দেন, ধর্মঘটের আজ তৃতীয় দিনে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়ে যায়, আগামীকাল মঙ্গলবার ধর্মঘট শেষ হবে, তবে সৃষ্ট ফ্লাইট জটিলতা কাটিয়ে উঠতে বেগ পেতে হবে এয়ারপোর্ট কর্তৃপক্ষকে।

গত এপ্রিল মাসে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি, ডিউটি টাইম তালিকা দেয় এয়ারপোর্ট কর্তৃপক্ষ। সে অনুযায়ী ডিউটি করতে তাদের স্বাস্থ্যের এর উপর হুমকি হচ্ছে বলে ৬৫০ জন কর্মচারী দাবি জানিয়ে আসছিল।

তারা বলছিল যে তাদের স্বাস্থ্যের উপর চাপ কমাতে ডিউটির সময় সূচী আরো আরামদায়ক করার জন্য কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ কর্ণপাত করছিলো না, সে সাথে বেতন বৃদ্ধির দাবিও জানিয়ে আসছিল কর্মচারীরা। বিশেষ করে গ্রাউন্ড ওয়ার্ক করা কর্মচারীরা দাবিগুলো নিয়ে সোচ্চার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024