শিহাবুজ্জামান কামাল
আয়না ঘরের গোপন খবর
কেউ জানেনি আগে
এসব নিয়ে জনমনে
হাজার প্রশ্ন জাগে।
কারা ছিল এর কারিগর
কী ছিল এর কাজ
একে একে এসব বিষয়
হচ্ছে সবি ফাঁস।
যারাই ছিল ভিন্ন মতের
অন্য দলের লোক
দায়ের হত তাদের প্রতি
নানা অভিযোগ।
টর্চার সেলে বন্দী যারা
মিলেনি আর খোঁজ
তাদের ঊপর চলত জুলুম
হরহামেশা রোজ।
বন্দীশালায় দিন কাটাতেন
যারা আয়না ঘরে
নিষ্টুরতার করুণ চিত্র
জানায় জাতির তরে।
গুম খুন আর মৃত্যুপুরী
নাম যে আয়না ঘর
সর্বনাশা এই জায়গাটি
ভীষণ ভয়ংকর।
Leave a Reply