শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:১২

চীনে এআইভিত্তিক ‘লাইফ অ্যাসিস্ট্যান্ট’ অ্যাপ চালু

চীনে এআইভিত্তিক ‘লাইফ অ্যাসিস্ট্যান্ট’ অ্যাপ চালু

চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার সহযোগী ফিনটেক প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় একটি ‘লাইফ অ্যাসিস্ট্যান্ট’ মোবাইল অ্যাপ চালু করেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাংহাইয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা খাবার অর্ডার, ট্যাক্সি ডাকা, টিকিট বুকিং এবং স্থানীয় রেস্টুরেন্ট ও বিনোদনের তথ্য খুঁজে পেতে সহায়তা পাবেন।

অ্যান্ট গ্রুপের এই অ্যাপটির নাম ঝিঝিয়াওবাও। এটি আলিপে ডিজিটাল পেমেন্ট অ্যাপের বিভিন্ন সেবাও প্রদান করবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আলিপের ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে সহজতর করতে ঝিঝিয়াওবাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বজুড়ে গুগল, মেটা ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টগুলো এআইভিত্তিক পণ্যে বিনিয়োগ বাড়াচ্ছে।

অ্যান্ট গ্রুপের প্রেসিডেন্ট সিরিল হান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আলিপে এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ঝিঝিয়াওবাও অ্যাপটি প্রতিদিনের জীবনের জন্য একটি মূল্যবান টুল হয়ে উঠবে।

২০২০ সালে চীনা কর্তৃপক্ষ অ্যান্ট গ্রুপের প্রাথমিক শেয়ার বাজারে আসার পরিকল্পনা বাতিল করার পর থেকে প্রতিষ্ঠানটিকে আর্থিক নিয়ন্ত্রকদের চাপে তাদের ব্যবসায়িক মডেল পুনর্গঠিত করতে হয়েছে।

গত বছর অ্যান্ট গ্রুপ ৭.১ বিলিয়ন ইউয়ান (৯৮৪ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা গুনেছিল। এর কয়েক মাস আগে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জ্যাক মা নিয়ন্ত্রণ ত্যাগ করেন।

ব্লুমবার্গ নিউজের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে অ্যান্টের মুনাফা ১০ শতাংশ কমে গেছে এবং তাদের মূল্যায়ন প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।

অ্যান্ট গ্রুপ তাদের নতুন পণ্যকে ‘এআই-নেটিভ অ্যাপ্লিকেশন’ হিসেবে উল্লেখ করেছে, যা কোম্পানির বাইলিং ফাউন্ডেশন মডেলের ওপর ভিত্তি করে তৈরি। ২০২২ সালে চীনা সরকার অ্যান্টকে এই মডেল ব্যবহার করে পণ্য সরবরাহের অনুমতি দেয়।

এছাড়া, অ্যান্ট গ্রুপ এআই-সক্ষম পণ্য নিয়ে আসার ঘোষণা দিয়েছে, যা ব্যবসায়ী, স্বাস্থ্যসেবা ব্যবহারকারী এবং বিমা পরিষেবার জন্য কাজে লাগবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024