বুধবার, ১৮ জুন ২০২৫, ০৬:৩৭

সংসারের খরচ কমানোর উপায়

সংসারের খরচ কমানোর উপায়

দৈনন্দিন জীবনে দিন দিনই চাহিদা বাড়ছে। সেইসঙ্গে জিনিসপত্রের দাম যে হারে বেড়ে চলেছে, তাতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে কম-বেশি সবাইকে। সংসারের এক খাতে খরচ কমালেও অন্য খাতে ঠিকই বেড়ে যাচ্ছে।

তাই মাস শেষে ভোগান্তিতে পড়ছেন অনেকে। তবে একটু পরিকল্পনা করে চললে খরচ কিছুটা কমানো সম্ভব। চলুন জেনে নিই সংসারের খরচ কমানোর কয়েকটি উপায়:

১. মাসের শুরুতেই বাজেট তৈরি করুন। সেই বাজেট থেকে ফের কাটছাঁট করুন। তার পর কেনার সময় দরদাম করে কিনলে দেখবেন কিছুটা পয়সা বাঁচবে।

২. আমরা অনেক সময়ই বাইরের খাবার খাই। এ অভ্যাস এড়িয়ে বিশেষ কিছু খেতে ইচ্ছে হলেও বাসায় রান্না করে খাওয়ার চেষ্টা করুন। এতে খরচ সাশ্রয়ের পাশাপাশি পরিবারের সবার সঙ্গে সম্পর্কটাও মজবুত হবে।

৩. বর্তমানে এক কাপ চায়ের দাম কমপক্ষে ৮ টাকা। তাই চা-কফি নিজেই বানিয়ে খান। এতে খরচ অনেক কমে যাবে।

৪. হাঁটার অভ্যাস করুন। বাইসাইকেল ব্যবহার করুন, তা-ও সম্ভব না হলে গণপরিবহনে যাতায়াত করুন।

৫. শপিংয়ে যাওয়ার আগে লিস্ট করে নিন। লিস্ট ছাড়া বাজারে গিয়ে প্রায়ই আমরা অপ্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসি।

৬. দামি ব্র্যান্ড এড়িয়ে চলুন। পোশাকের ক্ষেত্রে দামি ব্র্যান্ড না কিনে মিডিয়াম ব্যবহারের অভ্যাস করুন।

৭. ডিসকাউন্টের দিকে নজর রাখুন। বছরের বিভিন্ন সময় ডিসকাউন্ট পাওয়া যায়।

৮. অযথা অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন না। কেনাকাটার সময় প্রয়োজনের কথা ভেবেই কিনুন। যেখানে একটু কমদামে কেনাকাটা করা যাবে সময় নিয়ে সেখান থেকে কেনাকাটা করুন।

৯. অনলাইন কেনাকাটায় অনেক ধরনের ছাড় থাকে। সে সবের খোঁজখবর রাখুন। অনলাইন কেনাকাটায় খরচ কম পড়ে।

১০. মৌসুমি সবজির দাম সাধারণত কম থাকে, তখন সেটা খান।

১১. পানি কিনে খাওয়ার অভ্যাস ত্যাগ করুন।

১২. সুযোগ থাকলে কিছু শাকসবজি চাষ করুন। যেমন: কাঁচা মরিচ, ধনেপাতা বা অন্যান্য শাকসবজি।

১৩. পানি, বিদ্যুৎ, গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হোন।

১৪. ফোনে কথা বলার খরচ কমাতে অনলাইনে (হোয়াটসঅ্যাপ/ইমো ইত্যাদি) কল করুন।

১৫. ডেবিট বা ক্রেডিট কাডে নয়, নগদ টাকায় কেনাকাটা করুন। খরচ অনেকটাই কমে আসবে।

১৬. অনলাইনে খবর পড়ুন।

১৭. ব্যায়ামাগারে না গিয়ে বাসায় ব্যায়াম করুন।

১৮. বিনোদনের জন্য অনেকেই অনলাইন প্ল্যাটফর্মের সাবসক্রিপশন নিয়ে থাকেন। খরচ কমাতে অনলাইন সাবসক্রিপশন কমিয়ে আনুন।

১৯. ত্বকের বলিরেখা থেকে মুক্তি পেতে কিংবা ত্বক সুন্দর রাখতে অনেকেই বিলাসবহুল সৌন্দর্যপণ্য ব্যবহার করেন। এসব ক্ষেত্রে বাসায় তৈরি ভেষজ পণ্য ব্যবহার করতে পারেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025