শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৫

পুতিনের সাহায্য চাইছেন নেতানিয়াহু

পুতিনের সাহায্য চাইছেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতে উসকানি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন মদদেই গাজায় এক বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল।

নতুন করে যোগ হয়েছে লেবাননে ইসরায়েলি অভিযান। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যের আরেক পরাশক্তি ইরানের সঙ্গেও সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল।

আগুনে ঘি ঢালতে সিদ্ধহস্ত যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে সংঘাতের বীজ বপন করছে, তখন ত্রাতার ভূমিকায় রাশিয়াকে পাশে চাইছে ইসরায়েল।

শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইরানভিত্তিক মেহের নিউজ জানিয়েছে, লেবাননের সঙ্গে শান্তি স্থাপন করতে চান নেতানিয়াহু।

আর এ জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বারস্থ হয়েছে তেল আবিব। খবরে বলা হয়েছে, রাশিয়া এগিয়ে এলে ভবিষ্যত কোনো চুক্তির এটা দারুণ কাজে দেবে। আবার যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের নির্ভরতাও কমবে।

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, চুক্তি বাস্তবায়ন এবং আরও উত্তেজনা রোধে রাশিয়ানদের বিশেষ ভূমিকা থাকবে।

এমন খবর প্রকাশ্যে আসার পর, তড়িঘড়ি ব্যাখ্যা দিয়েছেন ইসরায়েলের একজন সাবেক কর্মকর্তা। তিনি দাবি করেন, আমেরিকাকে প্রাধান্য দেয় ইসরায়েল।

তবে ইরানের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক রয়েছে। তাই ভবিষ্যতে লেবাননের সঙ্গে ইসরায়েল কোনো চুক্তিতে পৌঁছলে, সেই সম্পর্ক কাজে লাগানো যাবে বলে বিশ্বাস ইসরায়েলের। শোনা যাচ্ছে, ইসরায়েল খুব দ্রুতই লেবাননের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024