শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮

সাউন্ডটেক ক্লাবের ক্যারাম গোল্ড কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্লাবের ক্যারাম গোল্ড কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে আয়োজিত সপ্তম ক্যারাম গোল্ড কাপ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

গত ৬ নভেম্বর বুধবার বাংলাদেশ ক্যারাম সেন্টারে আয়োজিত ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার সভাপতি নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও আব্দুর রহমান খান সুজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাওযার হ্যামলেটস এর সাবেক স্পিকার আহবাব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, কাউন্সিলর আনা মিয়া এবং প্রধান বক্তা সোনাহর আলী রিংকু।

অনুষ্ঠানে বক্তারা গোল্ড কাপ ২০২৪ এর আলোকে কথা বলেন- গোল্ডকাপের দুই কান্ডারি রিঙ্কু ও সুজার প্রশংসা করেন। কারণ তাদের মাধ্যমে এই গোল্ডকাপ শুরু হয়েছিল ২০১৮ সালে। ক্যারাম প্রিয় এই দুই ব্যক্তি না হলে গোল্ডকাপ গোল্ডকাপ আয়োজন করা যেত না। তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

যুক্তরাজ্যে এই দুইজন ক্যারামকে প্রতিষ্ঠিত করেছেন। গোল্ডকাপ ক্যারাম একটি আছে এবং এই একটিই থাকবে, মনে হয় না আর কেউ গোল্ডকাপ আয়োজন করতে পারবেন।

যুক্তরাজ্যে অনেক সংগঠন এবং অর্গানাইজার আছেন টুর্নামেন্ট আয়োজন করে থাকেন। এই সংগঠন ১৯৯৭ সাল থেকে প্রতিষ্ঠিত, বর্তমানে ক্যারামে খুব বেশি গ্রুপিং চলতেছে যা শুরু হয়েছিল ২০১৩ সাল থেকে।

এই গ্রুপিং এ মুষ্টিমেয় কয়েকজন জড়িত, এই গ্রুপিং বন্ধ না হলে ক্যারাম খেলা অচিরেই নষ্ট হয়ে যাবে। একটা চক্র গ্রুপিং করে খেলোয়াড়দের মাঝে সম্পর্কের ঘাটতি করছে যা মোটেও কাম্য নয়।

একমাত্র সাউন্ডটেক ক্যারাম ক্লাব বড় বড় টুর্নামেন্ট আয়োজন করে আসছে, ভবিষ্যতেও করবে, মানুষের সেবায় নিয়োজিত ছিল আছে এবং থাকবে।

আজকের খেলার বিজয়ী শাকিল ও কামরুল, দ্বিতীয় স্থান অর্জন করেন আরশ ও আনোয়ার, তৃতীয় স্থান অর্জন করেন শাহ মুন্না ও মৃহিন।

অতিথিরা তাদের নগদ অর্থ ও ট্রফি হাতে তুলে দেন, যারা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানান ক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান খান সুজা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024