শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৭

ওসমানীকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরিত ও বিদেশী ফ্লাইট চালুর দাবীতে নিউক্যাসলে সভা

ওসমানীকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরিত ও বিদেশী ফ্লাইট চালুর দাবীতে নিউক্যাসলে সভা

গত ১১ই নভেম্বর সোমবার রাত ১০টায় ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফান্কশনেল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোরটের উদ্যোগে যুক্তরাজ্যের নিউক্যাসল শহরের গোসফোরথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শাহ ইমলাক আলীর সভাপতিত্বে ও সাংবাদিক শাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সংগঠনের আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ মফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক জামান আহমদ সিদ্দিকী, নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সৈয়দ নাদির আজিজ দরাজ, কাউন্সিলার খালেদ মোশাররফ মামুন ও কমিউনিটি নেতা এনাম চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৫০ লাখ সিলেটবাসীর প্রতি বৈষম্যমূলক আচরন করা হচ্ছে। বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী সিলেটবাসীর অবদান অপরিসীম।১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ও বাংলাদেশের যে কোন দূর্যোগময় মুহুর্তে সিলেটীদের ভূমিকা ইতিহাসের অন্তর্গত।

২২ বছর আগে ওসমানী বিমান বন্দর আন্তর্জাতিক হলেও কাজে ও মানের দিক দিয়ে আন্তর্জাতিক নয়। চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে বিভিন্ন দেশের ফ্লাইট উঠানামা করলেও ওসমানী বিমান বন্দরে বিমান ছাড়া কোন এয়ারলাইনের ফ্লাইট চালু করা হয়নি।

লন্ডন-সিলেট রুটে বিমান অত্যধিক ভাড়া আদায় করছে। আবার বিমানের সিলেটে গেলে অত্যধিক ভাড়া আর ঢাকায় গেলে কম ভাড়া। সেখানেও বৈষম্য করা হচ্ছে।

এ সময় বক্তারা, ম্যানচেষ্টার থেকে সিলেটগামী একজন রোগী যাত্রীকে দড়ি দিয়ে হাত বেঁধে পুলিশে হস্তান্তর করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত ও অন্যান্য বিদেশী ফ্লাইট চালু করার জোর দাবী জানান।

প্রবাসী সিলেটি কমিউনিটির এ দাবী মানা না হলে তারা বিমান বয়কট কর্মসূচী ঘোষণা করবেন বলে হুশিয়ারী উচ্চারন করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024