প্রিন্সেস ডায়ানার বাগদানের সেই আইকনিক নীলকান্তমণি রিং পরা অবস্থায় সম্প্রতি ফেস্টিভ্যাল অফ রিমেমব্রেন্সে দেখা গেছে প্রিন্সেস কেটকে।
যা নজরে এসেছে অনেকের। প্রিন্সেস কেটের এই রিংটি, গয়না বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গত কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো এই রিংটি পরে প্রকাশ্যে এসেছেন ৪২ বছর বয়সি এ রাজকুমারী। যা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
অনেকের ধারণা, রাজপরিবারের প্রতি ধারাবাহিকতা ও সম্মান দেখাতেই এই রিং পরে বার্তা দিয়েছেন কেট।
এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কেটের রিংটি পরার সিদ্ধান্তটি হয়েছে, মূলত প্রিন্স হ্যারি উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন এটি।
কিন্তু পরে প্রিন্স উইলিয়ামকে দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় পারিবারিক উত্তরাধিকারের প্রতীক হিসেবে তিনি এটি পরতে পারেন।
৭৭ ডায়মন্ডসের ব্যবস্থাপনা পরিচালক টোবিয়াস কোরমিন্ড এ নিয়ে বলেন, ডায়ানা বিবাহ বিচ্ছেদের পরেও রিংটি পরতেন এবং আজও এটি পরিবারের প্রজন্মের মধ্যে সংযোগ হিসাবে কাজ করছে।
এটি ধারাবাহিকতার একটি দৃঢ় অনুভূতি। সম্ভবত রাজপরিবারের প্রতি কেটের সম্মতির বিষয়টি বুঝানো হয়েছে এতে।
উল্লেখ্য, ফেস্টিভ্যাল অফ রিমেমব্রেন্স ইভেন্টটি রোববার অনুষ্ঠিত হয়েছিল। যেখানে কেট ক্লাসিক কালো ক্যাথরিন ওয়াকার কোট পোশাক পরে সেনোটাফের পরিষেবাতে অংশ নিয়েছিলেন।
Leave a Reply