বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৯

অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস ব্রিটিশ মন্ত্রীর

অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস ব্রিটিশ মন্ত্রীর

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরাতে দেশটি সহায়তা করবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবেন বলে ব্রিটেন আশা করে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ক্যাথরিন ওয়েস্ট। ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। রোববার (১৭ নভেম্বর) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড. ইউনূস রূপরেখা ঘোষণা করবেন, আশা ব্রিটেনের। সেইসঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য।

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি।তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন।

ক্যাথরিন ওয়েস্ট আরও জানান, সামরিক জান্তার দমনপীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় আরও ১০ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য।

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট শনিবার (১৬ নভেম্বর) দু দিনের সফরে ঢাকায় আসেন।গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর।

ক্যাথরিন ওয়েস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরে সরাসরি চীন, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর দেখভাল করেন। তাছাড়া ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা, বিশেষত রফতানি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক কূটনীতি, প্রযুক্তির বিস্তৃতি ও প্রয়োগের বিষয়গুলো তদারক করে থাকেন।

বৈঠকে ব্রিটিশ প্রতিমন্ত্রী জানান, তার সরকার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থের বিষয়টি তুললে যুক্তরাজ্য অর্থ ফেরাতে সহায়তা করবে বলে আশ্বাস দেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।

সাংবাদিকদের ক্যাথরিন বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড. ইউনূস রূপরেখা ঘোষণা করবে বলে আশাবাদী ব্রিটেন।রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বানও জানানো হয়।

পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সংস্কার শেষেই নির্বাচনের ব্যবস্থা করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024