বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৩১

মধ্যরাতে উইলিয়াম-কেটের রাজপ্রাসাদে চোরের হানা

মধ্যরাতে উইলিয়াম-কেটের রাজপ্রাসাদে চোরের হানা

প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ক্যাথেরিনের রাজপ্রাসাদে হানা দিয়েছে চোর। এ খবর দিয়েছে সংবাদমাধ্যম দ্য সান।

সন্তানদের নিয়ে বাসভবনে থাকাকালীন উইন্ডসর ক্যাসেল এস্টেটের নিরাপত্তা গেট টপকে ঢুকে পড়ে মুখোশধারী চোরেরা। তারা চোরাই ট্রাকে করে একটি বাইক ও রাজপ্রাসাদের খামারের পিকআপ গাড়ি চুরি করে নিয়ে গেছে।

সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, রাতের বেলায় দুই ব্যক্তি ৬ ফুট বেড়া টপকে রজপ্রাসাদের মাঠে ঢুকে যায়। তখন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস এবং তাদের সন্তানরা কাছেই অ্যাডিলেড কটেজে ঘুমিয়ে ছিলেন।

তবে এ সময় রাজা ও রানী রজপ্রাসাদে ছিলেন না। এমন ঘটনার পর রাজপরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

টেমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি রাত ১১টা ৪৫ মিনিটে আমরা ক্রাউন এস্টেটের ভূমিতে চুরির খবর পাই। অপরাধীরা একটি খামার ভবনে প্রবেশ করে এবং একটি কালো ইসুজু পিক-আপ এবং একটি লাল কোয়াড বাইক নিয়ে পালিয়ে যায়। তবে এখন পর্যায়ে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তদন্ত চলছে।

২০২১ সালের বড়দিনে এক ব্যক্তি উইন্ডসর ক্যাসেলের বেড়া টপকে ‘ক্রসবো’সহ ঢুকে পড়েন। লোকেরা তাকে ধরে ফেলতে তিনি জানান, রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যা করতে চান। পরে আক্রমণাত্মক অস্ত্র রাখা এবং হত্যার হুমকি দেওয়ার জন্য নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024