বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:২৬

ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হলেন জিল্লুর রহমান

ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হলেন জিল্লুর রহমান

ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসাবে পদায়ন পেয়েছেন সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মুহাম্মদ জিল্লুর রহমান।

গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) এক প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

মুহাম্মদ জিল্লুর রহমান দেশের অন্যতম বিদ্যাপীঠ সিলেট সরকারি মহিলা কলেজের সমাজ কর্ম বিভাগে ২২ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রভাষক পদে যোগদান করেন।

২০০৯ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে একই কলেজে যোগদান করেন এবং ২০২১ সালের ৩০ জুন সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে সিলেট সরকারি মহিলা কলেজে সমাজকর্ম বিভাগে যোগদান করেন একই সাথে বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

তিনি দীর্ঘ ২০বছর ১১মাস ১০ দিন সিলেট সরকারি মহিলা কলেজে এইচএসসি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স শ্রেণিতে অত্যান্ত সুনামের সাথে পাঠদান করেন। স্যারের অনেক ছাত্রী দেশে -বিদেশে ছড়িয়ে আছে।

নবনিযুক্ত অধ্যক্ষ বলেন, ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এমন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় মহান আল্লাহর শুকরিয়া জ্ঞপন করেন।

কলেজটির শিক্ষার মান উন্নয়নে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কলেজর সার্বিক উন্নয়নে সবার সহায়তা কামনা করেন। মুহাম্মদ জিল্লুর রহমানের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দির গাঁও মানাউরা গ্রামে।

এদিকে অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পাওয়ায় গ্রামবাসী, গোয়াইনঘাট উপজেলাসহ শুভাকাঙ্ক্ষী ও ছাত্র -ছাত্রীরা খুশি হয়ে স্যারকে ব্যাক্তিগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তায় সরব হয়ে উঠেন ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024