বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:২১

গাজায় ৩০ মিনিটে গড়ে একটি শিশু শহীদ

গাজায় ৩০ মিনিটে গড়ে একটি শিশু শহীদ

পার্সটুডে- গত বছরের ৭ অক্টোবর গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৭ হাজার ৪০০ ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্রের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই সময়ে ইহুদিবাদী ইসরাইলের হামলায় যে সংখ্যক ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে তা নজিরবিহীন।

গাজা উপত্যকায় প্রতি ৩০ মিনিটে গড়ে একটি শিশুকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী।

এই শহীদ ফিলিস্তিনি শিশুদের মধ্যে ৭১০ জনের বয়স ছিল এক বছরের কম অর্থাৎ তারা চলমান যুদ্ধের মধ্যে জন্মগ্রহণ করেছে এবং যুদ্ধের মধ্যেই তারা শহীদ হয়েছে।

পার্সটুডের রিপোর্টে আরও বলা হয়েছে, এই শহীদ শিশুদের মধ্যে এক হাজার ৭৯৩ শিশুর বয়স এক থেকে তিন বছর, ১২ হাজার পাঁচ শিশুর বয়স চার থেকে পাঁচ বছর, চার হাজার ২০৫ শিশু ছয় থেকে ১২ বছর বয়সী এবং তিন হাজার ৪৪২ শিশুর বয়স ১৩ থেকে ১৭ বছর।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইহুদিবাদী ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৪ হাজার ২৩৫ ফিলিস্তিনি শহীদ এবং এক লাখ চার হাজার ৬৩৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024