গুপ্তচরবৃত্তির অভিযোগে মস্কো দূতাবাসে কর্মরত এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।
স্থানীয় সময় মঙ্গলবার (২৬ নভেম্বর) তাকে বহিষ্কার করা হয়। যদিও ব্রিটেন রাশিয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গুপ্তচরবৃত্তির আবরণ হিসেবে ওই ব্রিটিশ কূটনীতিক ইচ্ছাকৃতভাবে রাশিয়ায় প্রবেশের জন্য মিথ্যা তথ্য দিয়েছেন। এটি রাশিয়ার আইন লঙ্ঘন করেছে।
মন্ত্রণালয় আরও বলছে, নিরাপত্তা কর্তৃপক্ষ আমাদের দেশের ভূখণ্ডে তার গোয়েন্দা তৎপরতা ও নাশকতামূলক কাজের চিহ্ন শনাক্ত করেছে। পরে মন্ত্রণালয় ওই কূটনীতিকের স্বীকৃতি বাতিল করে এবং দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দেয়।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আমাদের কর্মীদের বিরুদ্ধে রাশিয়া বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন অভিযোগ এবারই প্রথম করেনি। আমরা যথাসময়ে এর জবাব দেব।
Leave a Reply