বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৫৫

এশিয়া কাপে ভারতকে হারিয়ে আবারও বাংলাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন

এশিয়া কাপে ভারতকে হারিয়ে আবারও বাংলাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন

সংগ্রহটা খুব বড় ছিল না। তার পরেও ১৯৯ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের সামনে টিকতে পারেনি ভারত। দুবাইয়ে তাদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

আজিজুল হাকিমের দল ভারতকে ৫৯ রানে হারিয়েছে। বাংলাদেশ এই ভারতকে গতবার হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল। তাই এই ম্যাচ ভারতের জন্য ছিল প্রতিশোধের। তাতো হলোই না। উল্টো গতবার তাদের হারানোর আত্মবিশ্বাস নিয়ে শুরুতেই চাপে ফেলতে সক্ষম হয়েছে বাংলাদেশের বোলাররা।

দ্বিতীয় ওভারেই আইয়ুশ মাত্রেকে বিদায় দেন আল ফাহাদ। ৪.৪ ওভারে দ্বিতীয় আঘাত হানেন মারুফ মৃধা। তাতে ঠিকমতো দাঁড়ানোর সুযোগই পায়নি ভারত। মাঝের দিকে আন্দ্রে সিদ্ধার্থ (২০), কার্থিকেয়ার (২১) পর প্রান্ত আগলে লড়াইয়ের চেষ্টা করতে থাকেন অধিনায়ক মোহাম্মদ আমান।

৯২ রানে সপ্তম উইকেট পড়লে বাংলাদেশের জয়ের পথে কাঁটা হয়ে ছিলেন তিনি। দলের ১১৫ রানে আমানকে (২৬) বোল্ড করেন অধিনায়ক আজিজুল হাকিম। জয়ের আনুষ্ঠানিকতা সারতে তখন প্রয়োজন আর দুই উইকেটের।

দ্রুত সময়ে নবম উইকেটও তুলে নেন হাকিম। বোল্ড করেন হার্দিক রাজকে (২৪)। তার পর ৩৫.২ ওভারে চেতন শর্মাকে ফিরিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। ভারত অলআউট হয়েছে ১৩৯ রানে।

২.২ ওভারে ১ মেডেন ও ৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আজিজুল হাকিম। ২৪ রানে সম সংখ্যক উইকেট নেন ইকবাল হোসেনও। ৩৪ রানে দুটি নিয়েছেন আল ফাহাদ। একটি করে নিয়েছেন মারুফ মৃধা ও রিজান হোসেন।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর প্রথমবারের মতো তারা শিরোপা জিতেছিল। শিরোপা ধরে রাখতে ফাইনালে খুব বড় সংগ্রহ পায়নি শুরুতে। ভারতের বিপক্ষে ৪৯.১ ওভারে ১৯৮ রানেই তারা অলআউট হয়েছে।

টস জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুটা খারাপও ছিল না। ৬৬ রানে ৩ উইকেট হারালে চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে ভালো পর্যায়ে নিয়ে গিয়েছিলেন শিহাব জেমস ও রিজান হোসেন।

৬২ রানের জুটি গড়েন তারা। জেমস ৬৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪০ রানে ফিরতেই ঘটে ছন্দপতন। দ্রুত সময়ে উইকেট হারাতে থাকলে ১৬৭ রানেই পতন হয় অষ্টম উইকেটের। রিজান ষষ্ঠ উইকেট হিসেবে ৬৫ বলে ৩ চারে সর্বোচ্চ ৪৭ রানে ফিরেছেন।

তখন দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু নবম উইকেটে ফরিদ হাসান ও মারুফ মৃধার ৩১ রানের জুটিতে স্কোর দুইশর কাছাকাছি গেছে।

ফরিদ ৪৯ বলে ৩ চারে ৩৯ রানে ফিরতেই ১৯৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। মারুফ ১১ রানে অপরাজিত ছিলেন।

ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন যুদ্ধজিৎ গুহ, চেতন শর্মা ও হার্দিক রাজ। একটি করে নিয়েছেন কিরন, কার্থিকেয়া ও মাত্রে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024