বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০২

আরবি মাসের নাম

আরবি মাসের নাম

আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘আরবি মাসের নাম’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।

আরবি মাসের নাম একজন মুসলিম হিসাবে আমাদের মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম পূর্ব সময় ‍ও হিজরি সাল সূচনার আগে থেকেই আরবরা চন্দ্র মাসের ব্যবহার করতেন। অন্যান্য সালের মতো হিজরি সালেও ১২টি মাস রয়েছে। আল্লাহ তায়ালার কাছেও ১২ মাসে এক বছর।

যেমন তিনি ঘোষণা করেন, ‘নিশ্চয়ই আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনার মাস ১২টি, এর মধ্যে চারটি সম্মানিত। (সুরা তাওবা : ৩৬)।

এ আয়াতের চারটি সম্মানিত মাসকে চিহ্নিত করতে গিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজের সময় মিনা প্রান্তরে দাঁড়িয়ে বলেন, তিনটি মাস হলো জিলকদ, জিলহজ ও মহররম এবং অন্যটি হলো রজব। (তাফসিরে ইবনে কাসির)।

প্রতিনিয়ত ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জীবন-যাপন করতে গিয়ে আমরা ইসলামী ক্যালেন্ডারের মাস ভুলে যাই। বিভিন্ন সময় চাঁদ দেখার উপর নির্ভর করে এই হিজরি ক্যালেন্ডার। আজকে আমরা হিজরি ক্যালেন্ডারে আরবি মাসের নাম। নিমনে আরবি ১২ মাসের নাম।

আরবি ১২ মাসের নাম
১.      মুহররম (محرم)
২.      সফর (صفر)
৩.      রবিউল আউয়াল (ربيع الأول)
৪.      রবিউস সানি (ربيع الثاني)
৫.      জমাদিউল আউয়াল (جمادى الأولى)
৬.      জমাদিউস সানি (جمادى الثانية)
৭.      রজব (رجب)
৮.      শাবান (شعبان)
৯.      রমজান (رمضان)
১০.     শাওয়াল (شوال)
১১.     জিলকদ (ذو القعدة)
১২.     জিলহজ্জ (ذو الحجة)
ইনশাআল্লাহ আগামীতে আরাবী ১২মাসের ফজিলত আলোচনা থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024