রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭

ভারতে সাত মাসে সর্বনিম্ন রিজার্ভ

ভারতে সাত মাসে সর্বনিম্ন রিজার্ভ

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে পতনের ধারা অব্যাহত রয়েছে। গত ২৭ ডিসেম্বর রিজার্ভের সাপ্তাহিক তথ্য প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।

সর্বশেষ ২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে আরও ৮ দশমিক ৫ বিলিয়ন বা ৮৫০ কোটি ডলার কমেছে দেশটির রিজার্ভ, যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন রিজার্ভ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এর আগে, ১৩ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার কমে ৬৫২ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত ২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে বিদেশি মুদ্রার পরিমাণ কমে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৪৩৯ কোটি ডলার।

অন্যান্য সম্পদের হিসাবেও কমেছে রিজার্ভ। এ সময় স্বর্ণে রিজার্ভের মূল্যমান ২৩০ কোটি ডলার কমে ৬ হাজার ৫৭০ কোটি ডলার হয়েছে।

এছাড়া আইএমএফে সংরক্ষিত রিজার্ভ ২ কোটি ৩০ লাখ ডলার কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২১৭ কোটি ডলারে। অন্যদিকে ডলারের সাপেক্ষে রুপির ৩ শতাংশ দরপতন হয়েছে।

গত সাত মাসের মধ্যে এটাই রুপির সর্বোচ্চ দরপতন। বছর শেষে ডলারের তুলনায় রুপির দর ৮৬-তে গিয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।

বিশ্বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। অর্থাৎ চীন, জাপান ও সুইজারল্যান্ডের পরেই ভারতের অবস্থান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024