ব্রিটেনে তিন শিশুকে হত্যা ও আরও ১০ জনকে হত্যাচেষ্টার অভিযোগে দোষ স্বীকার করে নিয়েছেন অ্যাক্সেল রুডাকুবানা নামে এক কিশোর। দেশটির ইতিহাসে শিশুদের ওপর পরিকল্পিতভাবে চালানো অন্যতম ভয়াবহ অপরাধের ঘটনা ছিল এটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
দেশটির সাউদপোর্টে গত গ্রীষ্মে ছুরিকাঘাতে ওই তিন শিশুকে হত্যা করা হয়। সে সময় দোষী সাব্যস্ত রুডাকুবানার বয়স ছিল ১৭ বছর। হত্যাকাণ্ডের পাশাপাশি সন্ত্রাসবাদী উপকরণ ও বিষাক্ত রিসিন উৎপাদনের অপরাধও স্বীকার করে নিয়েছে তারা।
কার্ডিফে রুয়ান্ডা অভিবাসী পরিবারের সন্তান রুডাকুবানার কাছে একটি সন্ত্রাসবাদের নির্দেশিকা বই পাওয়া যায় বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, বইটির নাম ‘মিলিটারি স্টাডিজ ইন দ্য জিহাদ অ্যাগেইনস্ট দ্য টাইরান্টস: দ্য আল-কায়েদা ট্রেনিং ম্যানুয়াল’। এই তথ্য সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের প্রস্তুতির জন্য সহায়ক বিবেচিত হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
আদালতে শুনানি শুরুর পর বিবাদীপক্ষ ও তার উকিলের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা শেষে রুডাকুবানার কাছে আবারও অভিযোগ উত্থাপনের সিদ্ধান্ত নেন বিচারক। তখন খুবই মৃদুস্বরে সব অভিযোগ মেনে নিয়ে দোষ স্বীকার করে নেন রুডাকুবানা।
বিচারক বলেছেন, তিনি বৃহস্পতিবার মামলার রায় দিতে চান। দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে।
নয় বছর বয়সী অ্যালিস ডা সিলভা আগুইয়ার, ছয় বছর বয়সী বেবে কিং, সাত বছর বয়সী এলসি ডট স্ট্যানকম্বেকে হত্যার দায় স্বীকার করেছেন রুডাকুবানা। এছাড়া আরও আট শিশু ও দুইজন প্রাপ্তবয়স্ককেও হত্যাচেষ্টার দায় স্বীকার করে নিয়েছেন তিনি।
ওইসব ঘটনায় হামলার শিকার শিশুদের পরিবার ও স্থানীয়রা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে পরবর্তী সময়ে দেশব্যাপী দাঙ্গা ছড়িয়ে পড়ে।
Leave a Reply