শীর্ষবিন্দু নিউজ: একতরফা নির্বাচনের তফসিল বাতিল ও অবরোধ চলাকালীন বিরোধী জোটের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে আগামীকাল বিক্ষোভ ডেকেছে বিএনপি। সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরীতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। আজ দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে অবরোধী চলাকালীন বিরোধী জোটের নিহত নেতাকর্মীদের স্মরণে বাদ জুমা সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচি পালিত হবে। রাজধানীতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।