যুদ্ধাপরাধের বিচার নিয়ে চলমান সংঘাতময় পরিস্থিতি দেশকে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এক দিনে প্রায় ১০০ জনের নিহত হওয়া দেশের রাজনীতির ইতিহাসে এই প্রথম। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমন উদ্বেগ প্রকাশ করেন। জাতীয় জীবনের এই ‘সন্ধিক্ষণে’ ধীরস্থিরভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলারও আহবান জানান এরশাদ।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে আমার এবং আমার দলের বক্তব্য সুস্পষ্ট। আমরা অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু তা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সব রকমের প্রভাব ও চাপমুক্ত। আমরা শাহবাগের তারুণ্যের উচ্ছ্বাসের বিরুদ্ধে নই। কিন্তু তাদের কিছু কিছু দাবি ও কর্মসূচিতে পরিস্থিতি যে আরও জটিল হচ্ছে আমি তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
বিবৃতিতে এরশাদ আরো বলেন, শাহবাগের আন্দোলন এবং বিচার বিভাগের ‘সমান্তরাল অবস্থান’ পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তুলেছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারকে আরও বিবেচনাপ্রসূত, দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে।
Leave a Reply