ইয়াহুকে ঢেলে সাজাতে অলাভজনক সাতটি সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারিসা মেয়ার। গত ১ মার্চ ইয়াহু ব্লগে এ ঘোষণা দিয়েছেন তিনি। ইয়াহু যেসব সেবাগুলো বন্ধ করছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্ল্যাকবেরির মোবাইলের জন্য ইয়াহু অ্যাপ্লিকেশনটি। যা পহেলা এপ্রিল থেকে ব্ল্যাকবেরি মোবাইলে ইয়াহু অ্যাপ্লিকেশনটি সমর্থন করবে না।
এ ছাড়াও ইয়াহু অন্যান্য যেসব সেবা বন্ধ করছে সেগুলো হচ্ছে- ইয়াহু অ্যাপ সার্চ, ইয়াহু স্পোর্টস আইকিউ, ইয়াহু ক্লুজ, মেসেজ বোর্ডস ওয়েবসাইট, ইয়াহু আপডেটস এপিআই। গুগল থেকে ইয়াহুতে যোগ দেওয়ার পর লোকসানের মুখে পড়া প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন মারিসা মেয়ার।
দ্বিতীয়বারের মতো অলাভজনক সেবাগুলোকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। তাঁর ভাষ্য, ইয়াহু লাভজনক মোবাইল অ্যাপ্লিকেশনের দিকে গুরুত্ব দেবে। আর তাই অলাভজনক সেবাগুলোকে বন্ধ করে দিতে হচ্ছে।
সুত্র: রয়টার্স।
Leave a Reply